অদম্য মেধাবীদের গল্প

Loading

তালতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার হেনা আক্তার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

সে উপজেলার মালীপাড়া গ্রামের গোডাউন শ্রমিক হেলাল ভূইয়া ও গৃহিনী আকলিমা বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে প্রথম। হেনা পিএসসি ও জেএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে জিপিএ-৫ পেয়ে লেখাপাড়া চালিয়ে আসছিল। বর্তমানে বাবার দারিদ্রতা তার উচ্চশিক্ষা গ্রহণে বাঁধা হয়ে দাড়িয়েছে। বৃদ্ধা মা ও তিন সন্তান নিয়ে ৬ সদস্যের পরিবারে উপার্জনক্ষম একমাত্র গোডাউন শ্রমিক হেলাল ভূইয়া। সেই আয় দিয়ে কোন রকম চলছে তার সংসার।

এর মধ্যে দ্বিতীয় সন্তান হিমেলকে দিতে হয় ৯ম শ্রেনীতে পড়ার খরচ। শুধু শ্রমিকের আয় দিয়ে পরিবারের ভরন পোষন ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে হেনা ভবিষ্যতে ডাক্তার হতে চান। সে সকলের কাছে দোয়া প্রার্থী ।