অলি-গলি, রাজপথে পোস্টার-ব্যানার টাঙাতে শুরু করেছেন প্রার্থীদের সমর্থকরা।

প্রার্থীদের পোস্টার ব্যনারে ছেয়ে যেতে শুরু করেছে ঢাকার সংসদীয় আসনগুলো। বিভিন্ন অলি-গলি, রাজপথে পোস্টার-ব্যানার টাঙাতে শুরু করেছেন প্রার্থীদের সমর্থকরা। প্রচারণা শুরুর দিনেই রাতভর উৎসবমুখর পরিবেশে চলে এ কর্মযজ্ঞ।

প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করে ঢাকার বিভিন্ন আসনে। প্রার্থীর পক্ষে রাস্তায় রাস্তায় পোস্টার লাগাতে শুরু করেন নেতাকর্মী ও সমর্থকরা।

আগামী ৩০ ডিসেম্বর হবে ভোটগ্রহণ। তার ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সে হিসেবে হাতে সময় আছে ১৭ দিন। তাই একদমই সময় নষ্ট করতে চান না ভোট প্রত্যাশীরা।

যদিও বিধিমালা অনুযায়ী এবার পোস্টার হতে হবে সাদা কালো। তবে তা নির্বাচনী উৎসবকে রঙহীন করতে পারেনি। পোস্টার লাগাতে আনন্দের কমতি দেখা যায়নি কর্মী-সমর্থকদের মধ্যে।

রাজধানীর ২০টি আসনের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পোস্টার লাগাতে দেখা গেছে। জাতীয় পার্টিসহ অন্যান্য দলের পোস্টারও চোখে পড়েছে। এবার ঢাকার ২০টি আসনে মোট ভোটার ৭৭ লাখ ৩১ হাজার ৫৮৮।