অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করে বেনাপোল পোর্ট থানা পুলিশ

Loading

বেনাপোল প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র, অসহায় মানুষের হাতে ইফতার তুলে দিলেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেলে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এর উপস্থিতিতে থানাধীন এলাকাসহ বিভিন্ন স্পটে ও মসজিদে গিয়ে রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের পক্ষথেকে ইফতার বিতরণ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, করোনা সংক্রমণ এড়াতে মানুষকে ঘরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে নানামুখী কর্মসূচী পালিত হয়ে আসছে। ইফতার বিতরণও তারই অংশ উল্লেখ করে তিনি বলেন, করোনা মোকাবেলায় ঘরে থাকার বিকল্প নেই।