অয়ন ঢাকা : ঢাকা জজ কোর্টের আইনজীবী ইফফাৎ ইয়াসমিনের উপর হামলা চালিয়েছে উগ্র মৌলবাদীদের একটি দল।
শুক্রবার (২০ জুন) সকালে হঠাৎ করেই ঢাকা জজ কোর্টের আইনজীবী ইফফাৎ ইয়াসমিনের বাসায় গিয়ে একদল উগ্র মৌলবাদী হামলা চালায়।
আইনজীবী ইফফাৎ ইয়াসমিন আইনি পেশার পাশাপাশি সামাজিক উন্নয়ন মুলক” নিরক্ষর মহিলাদের শিক্ষাদান, অবহেলিত নির্যাতিত মহিলাদের সাবলম্ভি করার লক্ষ্যে হস্তশিল্প, সেলাই কাজসহ বিভিন্ন কাজে দক্ষ করে তাদের সাবলম্ভি করে তুলেন।
কিন্তু একদল ধর্ম ব্যবসায়ী উগ্রপন্থী, মৌলবাদি তার এই সামাজিক উন্নয়নমূলক কাজের বিরোধীতা করে আসছেন দীর্ঘদিন যাবত।
গেল ৫ আগস্টের পর এই আইনজীবী ইফফাৎ ইয়াসমিন কে বিভিন্ন সময়’ বিভিন্নভাবে হুমকি দিতে থাকে মৌলবাদীদের একটি অংশ। এরপরেও পিছিয়ে থাকে নি আইনজীবী ,সমাজসেবক ইফফাৎ ইয়াসমিন। তিনি সামাজিক উন্নয়ন ও নির্যাতিত মহিলাদের সাবলম্ভি করা লক্ষ্যে সর্বদাই কাজ করে যাচ্ছিলেন।
তারই সূত্র ধরে,’ ২০ জুন শুক্রবার সকাল আনুমানিক ১০:২০ মিনিটের দিকে একদল উগ্র মৌলবাদী মোঃ আলমগীর, মোঃ মতিয়ার রহমান, মোহাম্মদ খলিলুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন সহ আরো অজ্ঞাত ৮থেকে ১০জন দলবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ইফফাৎ ইয়াসমিনের মিরপুরের বাসায় উঠে তার উপর অতর্কিত হামলা চালায় আইনজীবীকে গুরুতর আহত করে, এ সময় বাসায় থাকা তার ব্যবসায়ী স্বামী কাজী নুরুল আমিন বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে উগ্র মৌলবাদী সন্ত্রাসীরা পালিয়ে যেতে থাকে। এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবী ইফফাৎ ইয়াসমিন।
আইনজীবী ইফফাৎ ইয়াসমিনের স্বামী কাজী নুরুল আমিন জানিয়েছেন বর্তমানে তাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন তারা।