আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রোববার (১৬ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিনের উদয়পুরে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের গণসংযোগ ঘিরে ওই এলাকায় অবস্থান করে দলের নেতাকর্মীরা।

একই এলাকায় গণসংযোগ করে আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলে কর্মী-সমর্থকরা। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক কর্মী আহত হন। ৫টি মাইক্রোবাস ও সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় ১৬টি মোটরসাইকেলে। পরে হামলা চালিয়ে আওয়ামী লীগের ৫টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।