দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এবার ৪৮১টি উপজেলায় মোট পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ মার্চ এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব বলেন, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ২০ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।আইন সংশোধন না হওয়ায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ইভিএমে ভোট গ্রহণ করা হবে না বলে জানান হেলালুদ্দীন আহমেদ ।
প্রথম ধাপের নির্বাচনে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে ১০ মার্চ। এ জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।