প্রচ্ছদ অপরাধ আশুলিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা

আশুলিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা

Loading

আশুলিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক ;

সাভারের আশুলিয়ায় সেলিম হোসেন (৩৭) নামের একজন সংবাদকর্মীর ওপর হামলা করেছে চাঁদাবাজরা। এসময় পিটিয়ে মারাত্মকভাবে আহত করলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্তরা হলেন- জামগড়া এলাকার মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জহিরুল ইসলাম জুরু ভূইয়া (৫৫), তার ছেলে খোকা ভূইয়া (২৩), সানোয়ার মোল্লার ছেলে রাকিব মোল্লা (২৫), বাচ্চু মিয়ার ছেলে মৃদুল (২২), আলমগীরের ছেলে রিংকু (২৪), আলী আজগরের ছেলে সাব্বির (২৫), রিপন (২৫), মিলন (২৭), রায়হান (৩০), বাদশা (২৮), শাহিন (২৬), খোকন (২৪), মামুন (৩৫), সোহেল (৩২), শামিম (৩৫), ফোরকান (৩৫), মান্নান (৩২), রেজাউল (৩০), একরামুল (৩৩), জব্বার (৩৫), রাজ্জাক (৩৪) সহ অজ্ঞাত আরও ১৫/২০ জন ।

আহত সংবাদকর্মী সেলিম হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মাঝ সখীপুর গ্রামের মৃত ফেরাজতুল্যার ছেলে। তিনি দৈনিক সংবাদ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন।

অভিযোগ থেকে জানা যায়, বাইপাইল আব্দুল্লাহপুর গামী সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায়  রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আজ ইফতারের আগ মহুর্তে সড়কটিতে প্রচন্ড যানজটের সৃষ্টি হলে পুলিশ যানজট নিরশনের কাজ করে চলে যায়। এসময় সংবাদকর্মী সেলিম হোসেন, কালের পরিবর্তন পত্রিকার বিশেষ সংবাদদাতা মোঃ সুজন আহাম্মেদ (২৯) ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাভার প্রতিনিধি শরিফুজ্জামান ফাহিম (৩১) তথ্য সংগ্রহ করতে যান। তথ্য সংগ্রহ শেষে শরিফুজ্জামান ফাহিম ও মোঃ সুজন আহাম্মেদ চলে যান। রাত ৮ টার দিকে সেলিম হোসেন ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্ত চাঁদাবাজদের ভিডিও চিত্র ধারন করার অভিযোগ তুলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করেন। অভিযুক্তরা লাঠি-সোটা, লোহার রড, জিআই পাইপ, চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই সংবাদ কর্মীর ওপর হামলা করেন। এসময় তার কাছে থাকা একটি মোবাইলফোন, নগদ টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।

 

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,  তদন্ত) কামাল হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।