আশুলিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Loading

শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাপ্রধানের দিক নির্দেশনায় গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে নবম পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৪৬ ডিভিশ লোকেটিং ব্যাটারি আর্টিলারি এর আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন জায়েদীদ হাসান আবীর ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে স্বাগত বক্তব্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।