আশুলিয়ার বিকেএসপি’তে ২০২০ সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাহিন সিংহ, সাভার: সাভারের আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২০ সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক শাখাগুলোতে ভর্তি কার্যক্রম আয়োজন করা হয়।শুক্রবার ভর্তির সময়সূচি অনুসারে আশুলিয়ার বিকেএসপিতে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পরীক্ষার্থীরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করে। আগামীকাল শনিবারও ভর্তিচ্ছুদের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুয়োগ থকছে।
দু’দিন ব্যাপী এই বাছাই কার্যক্রমে আর্চারি, এ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, হকি, কারাতে, শ্যূটিং, সাঁতার, টেবিল টেনিস, তোয়কোয়ানডো, টেনিস, ভলিবল, উশু কাবাডি ক্রিড়া বিভাগের পরীক্ষা হচ্ছে।
বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান, এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি আশাবাদ ব্যক্ত করেন নতুন পদ্ধতির এই ভর্তি প্রক্রিয়ায় তৃণমূল থেকে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের অন্বেষণ করা সম্ভব হবে।
আগামী ৩০ জানুয়ারি ঘোষণা করা হবে এই প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল।