আশুলিয়ায় ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সাভার প্রতিনিধি: আশুলিয়ায় ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ ।
শনিবার (২১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব।
এরআগে শুক্রবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. পারভেজ (৩৩) ও মো. সাইরুল ইসলাম (২৬)।
র্যাব জানায়, শুক্রবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পারভেজ ও সাইরুল নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ১টি মোবাইল ও মাদক বিক্রিত নগদ ৪ হাজার ৫৬৯ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে- গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।