আশুলিয়া ও ধামরাইয়ে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা।

Loading

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটারিয়ন র‌্যাব-৪।
২১শে মে ২০১৯ মঙ্গলবার সকাল থেকে বিকেল প্রর্যন্ত ঢাকার সাভারের আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মোট চারটি প্রতিষ্ঠানকে  ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।নবীনগর র‌্যাপিড এ্যাকশন ব্যাটারিয়ন র‌্যাব-৪ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক ও এএসপি উনু মং এর নেতৃত্বে ২১শে মে মঙ্গলবার ২০১৯ তারিখে ঢাকা জেলার ধামরাই এবং আশুলিয়া এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করা হয়। এসময় অভিযানে অস্বা¯’্যকর পরিবেশে মিষ্টি তৈরী করায় মতিপাল এন্ড সন্স এর মালিকের নিকট হতে নগদ ৫০,০০০/- টাকা ও লাকী সুইট এর মালিকের নিকট হতে নগদ ২০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ করায় মোল্লা ফার্মেসীর মালিকের নিকট হতে নগদ ৩০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।
পরবর্তীতে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ, কাঠাল বাগান এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করে অনুমতি বিহীন বিদেশী নামকরা ক্যাট, ম্যাক্স, এপেক্স ও লট্ট সহ বিভিন্ন নামী দামী ব্যান্ডের লোগো নকল করে হ্যান্ড ব্যাগ, স্কুল ব্যাগ, ল্যাগেজ ও বিভিন্ন ধরণের নকল ব্যাগ তৈরী করায় লাইসেন্স বিহীন ০২ টি কারখানার মালিকের নিকট হতে ৫০,০০০/- করে মোট ১,০০,০০০/ টাকা জরিমানা করা হয়।