প্রচ্ছদ ছবি আহলে হাদিস নেতা রাযযাক বিন ইউসুফের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আহলে হাদিস নেতা রাযযাক বিন ইউসুফের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Loading

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আল-জামিআহ আস-সালাফিয়্যাহ রাজশাহী ও রূপগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আহলে হাদিসের নেতা শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের জিরোপয়েন্ট এলাকায় নিবরাস রিচার্জ ইসলামিক ফাউন্ডেশন ডাঙ্গীপাড়া পবা উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত রবিবার (১৪ ফেব্রুয়ারি)শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেটের ফেঞ্চুগঞ্জের আল – ফুরকান মসজিদে একটি ইসলামিক আলােচনা অনুষ্ঠানে যােগ দিতে গিয়ে যােহরের নামাজের পর দুপুরে খাবারের জন্য গাড়িযােগে বের হলে কিছু দুস্কৃতিকারী অতর্কিতভাবে লাঠিসােটা নিয়ে হামলা করে । হামলায় তিনি আহত হন ।