ইজতেমায় ,সমঝোতা স্মারক মেনে চলতে তাবলীগ জামাতের উভয়পক্ষের প্রতি আহ্বান ।

Loading

বিশ্ব ইজতেমার সময় সমঝোতা স্মারক মেনে চলতে তাবলীগ জামাতের উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

ইজতেমার নিরাপত্তায় যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার সমন্বয় সভায় তারা একথা বলেন।

গত বছর ডিসেম্বরের শুরুতে তাবলীগ জামাতের দু’গ্রুপের মধ্যে সহিংসতার পর নানা টানা পোড়েন কাটিয়ে বিশ্ব ইজতেমা শুরুর বাকি মাত্র একদিন।

এখনো যে উদ্বেগ ও উৎকণ্ঠা পুরোপুরি কাটেনি তা বোঝা গেল সরকারের ২ জন মন্ত্রী ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের উপস্থিতিতে হওয়া সমন্বয় সভায়।

পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী বলেন, না জেনে শুনে কোনকিছু আপলোড করবেন না, যেটা উসকানিমূলক হবে।উভয়পক্ষের চাহিদা অনুযায়ী বিদেশি মেহমানদের ভিসার ব্যবস্থা করা হবে স্বরাষ্টমন্ত্রী। তিনি বলেন, ইজতেমাতে আমরা কোন কাজে হস্তক্ষেপ করবো না। আপনাদের যা প্রয়োজন তার সিদ্ধান্ত আপনারা নিবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, গোলমাল গোলযোগ হয়েছে কিছুদিন আগে। তাই আমরা নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।
আর শেষদিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান ধর্ম প্রতিমন্ত্রীর ।