ইবিতে” অদম্য ৩১” এর সম্মিলিত ব্যাচ ডে উদযাপন।

Loading

এনামুল ইসলাম , রাজশাহী ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অদম্য ৩১ এর সম্মিলিত ব্যাচ ডে উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।অাজ সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মিলত হয়।সকাল সাড়ে ১০ টায় বিডিক্লিন কুষ্টিয়ার এবং অদম্য৩১ এর যৌথ উদ্যোগে ক্যাম্পাসে পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়।

পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শেষে আলোচনা সভায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিকৌশল বিভাগের ও অদম্য৩১ এর উপদেষ্টা অধ্যাপক ড. আতিকুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও অদম্য ৩১ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অদম্য৩১ ব্যাচের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা পাঠ করে মাতিয়ে তুলেন মিলনায়তন।