প্রচ্ছদছবিএকটি মহল নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে : মোহাম্মদ আইয়ুব খান
একটি মহল নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে : মোহাম্মদ আইয়ুব খান
রাউফুর রহমান পরাগ:একটি কুচক্রী মহল নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
আজ শুক্রবার (২৫/০৭/২৫) বিকেলে আশুলিয়ার বাইদগাও এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শুরুতেই তিনি মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেন। মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
আগামী ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার গঠন করে দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করতে হবে। মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড বিএনপি মোঃ বাবুল হোসেন, শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ শামীম হোসেনসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।