ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া অন্য সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ বিকেল বেলা প্রতিষ্ঠানের ভেতরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএলসহ মোট ৮ টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।