কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি তেলের মূল্যের সাথে পাল্লা দিয়ে কাঁচা মরিচের মূল্যও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত ও স্বাভাবিক থাকলেও বাজারে ঝাঁজ ছড়াচ্ছে কাঁচামরিচ।
অন্যদিকে লাউ ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা ও লেবু ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বলেন, সবজি আমদানির ওপর ভিত্তি করে প্রতিদিনই সবজির দাম পরিবর্তন হয়। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দাম ৫-১০ টাকা বাড়তি। কী কারণে বাড়তি তা বলতে পারছি না।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চাল-ডালের বাজারে ব্যাপক প্রভাব পড়বে । বর্তমানে ৫-১০ টাকা কম বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যগুলো।
পোশাক শ্রমিকরা বলেন, জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া যেমন বেড়েছে, সেইসাথে বাসা-বাড়ির ভাড়া সহ নিত্যপণ্যের দামও হুহু করে বাড়ছেই। কিন্তু আমাদের শ্রমিকদের বেতনতো বাড়ছেনা।