কুমিল্লার বুড়িচংয়ে ডাকাত দলের পস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গেপ্তার
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা বুড়িচংয়ে ডাকাত দলের পস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গেপ্তার করেন বুড়িচং থানা পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। ১৬ – ০৭ – ২০২০ ইং তারিখ বৃহস্পতিবারে পৃথক দুটি মামলা রুজু করিয়া গেপ্তারকৃতদের কুমিল্লা জেলা হাজতে প্রেরন করা হয়।
পুলিশি সৃত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বে এস আই নন্দন চন্দ্র সরকার, এসআই মোঃ মিন্নত আলী, এএসআই মোঃ মহসীন আলম, এএসআই মোঃ মেসবাহ আলম, এএসআই মোঃ ওয়াহিদ উল্লাহসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রাত্রিকালীন টহল অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ(৫০) গজ দক্ষিনে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্যদের কে গেপ্তার করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ০১ টি দেশীয় লোহার পাইপগান, ০৪ রাউন্ড কার্তুজ, ০১ টি লম্বা কিরিছ, ০১টি লোহার তৈরি দা, ০১টি লোহার দা, ০১টি স্টীলের চাপাতি, ০১টি এসএস স্টীলের পাইপ, ০১ টি লোহার পাইপ, ০১টি লোহার রড সহ গ্রেফতার করেন।
থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক(পিপিএম)বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করিয়া জেল হাজতে প্রেরন করা হয়।