এ আর আহমেদ হোসাইন ,প্রতিনিধি : কুমিল্লায় ডিবিপুলিশের এলআইসি টিমের একটি চৌকসদল গোপন সংবাদের ভিত্তিতে ২৩-০২-২০২০ইং তারিখ সোমবার রাতে ৪০, হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী সদস্যকে আটক করেন।
ওই আটককৃত নারীরা হলেন-(১) মোসাৎঃ সুমি আক্তার(২৩) স্বামীঃমোঃদোলন মিয়া, পিতা-মৃতঃজমির আলী,গ্রামঃ মোল্লারগাও, থানাঃবিশ্বনাথ, জেলাঃ সিলেট,
(২)মোসাৎ লিপি বেগম(২৪),স্বামীঃ মোঃ সিরুজ আলী,পিতাঃ আহাম্মদ আলী,গ্রামঃপুরানসতপুর, থানাঃ ওসমাননগর, জেলাঃ সিলেট।
পুলিশের সৃত্রে জানা যায় ওই আটককৃত ২ নারী সদস্য কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে যাত্রীবেশে অভিনব কায়দায় লাগেজ এর ভিতর শাড়ী কাপড় ও কম্বলের ভাজ করে ৪০,হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কৌশল অবলম্বন করে গাড়ী পরিবর্তনের জন্য কুমিল্লা আলেখারচর বিশ্বরোর্ড মাতৃভান্ডার হোটেলের সামনে অবস্থান করেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ওই নারীদের লাগেজ তল্লাশি করেন।
পরে তল্লাশরত অবস্থায় তাদের লাগেজে শাড়ী ও কম্বল ভাজ থাকা সাদা কস্টটেপ দ্বারা মোড়ানো বড়-বড় চারটি রোল যার ভিতর ৪০,হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও কাপড় ভর্তি একটি লাগেজসহ ওই নারীদের কে গ্রেপ্তার করা হয়।
পুলিশি সৃত্রে আরও জানা যায় ওই আটককৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।