স্টাফ রিপোর্টার :৩ ডিসেম্বর বুধবার , বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানিকগঞ্জের সিংগাইরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার জামির্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডাওটিয়া বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামির্তা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে এতিম ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন ডাওটিয়া বাজার মসজিদের ইমাম আলামিন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল সামাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল ইসলাম , যুব দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক মিলন, যুবদলের আহবায়ক সদস্য জাহাঙ্গীর আলম সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।