![]()
![]()

অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান , রাসিদা আলী হোসেন দম্পতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হওয়াতে এবং রাসিদা বেগমের পেট একটু বেশী ফুলা দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করিয়ে তিন জন বাচ্চা দেখতে পান , পরে রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন চিকিৎসক । রোগী এতে সম্মতি দিলে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন । অপারেশন টীমের দায়িত্বে ছিলেন ডাঃ ফৌজিয়া জামান ও ডাঃ সম্পৃক্তা জামান নূর এবং এনেসথেসিয়ায় ছিলেন ডাঃ আনিসুর রহমান । সফলভাবে অপারেশনের পর রাশিদা বেগম তিনটি কন্যা সন্তান জন্ম দেন । ডাক্তার জানিয়েছেন মা ও শিশু কন্যারা সুস্থ আছে । মোহাম্মদ আলী হোসেন জানান , তিন কন্যা সন্তান পূর্বে এক পুত্র সন্তান রয়েছে তাদের । আল্লাহর রহমতে সকলে সুস্থ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানান তিনি ।
এ প্রসংগে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান এই রোগীর আজীবন ফ্রী ডাক্তারসেবা ঘোষণা করেন ।