গাজীপুরের শ্রীপুরে বিএনপির ২ নেতাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

Loading

বৃহস্পতিবার ভোরে নিজবাড়ি পৌর এলাকার ভাংনাহাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক বিএনপি নেতা হুমায়ূন কবির সরকার গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও আব্দুল মোতালেব শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তারা দুজনই গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক,

নেতাদের আটকের ঘটনায় বৃহস্পতিবার সকালেই তাদের ছাড়িয়ে আনতে থানায় হাজির হন গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, সরকারি দল আমার নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই কোনো প্রকার মামলা অভিযোগ ছাড়াই দুই নেতাকে আটক করেছে। তারা (সরকারি দল) আমার প্রার্থিতাকে ভয় পেয়েছে। তারা জনগণের ভোটের উপর আস্থা না রাখতে পেরে প্রশাসনকে ব্যবহার করে এখন ধরপাকড় শুরু করেছে। এরই অংশ হিসেবে কোনো গ্রেফতারি পরোয়ানা ও মামলা না থাকার পরও নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ ২ নেতাকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, আটক নেতাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল, তাই তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।