গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশি ৯টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ

গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশি ৯টি ফেসবুক পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার(২০ ডিসেম্বর) সংস্থাটির নিউজরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্ধ হওয়া পেজগুলো হলো- বিবিসি-বাংলা নামে ভুয়া অ্যাকাউন্ট, বিডিএসনিউজ ২৪ ডটকম, নিউজদিনেররাত ২৪ ডটকম। তবে, কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেই তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে এই পদক্ষেপ নেয় ফেসবুক।