গুনীজনদের দেবীদ্বারে বৃটিশ শাসনের শেষ সময় থেকে বর্তমান

Loading

এ আর আহমেদ হোসাইন ,দেবীদ্বার-কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার মধ্যে দেবীদ্বার একটি স্বনামধন্য উপজেলা যাদের প্রসংসনীয় কর্মগুন দেবীদ্বারের মাটি ও মানুষের সাথে মিশে একাকার। ওই গুনীজনরা ছিলেন, আছেন এবং বেচেঁ থাকবেন।

১) বাবু শ্রী আশুতোষ সিংহ, সাবেক এম.পি এবং বিশিষ্ট আইনজীবী (সুবিল)।
২) নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী (শোভা মিয়া), সাবেক মন্ত্রী ও এম.পি (রতনপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া)।
৩) মৌলভী মফিজ উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও এমপি এবং বিশিষ্ট আইনজীবী (বড়শালঘর)।
৪) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, ন্যাপ প্রধান ও সাবেক এমপি, মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য (এলাহাবাদ)।
৫) এডভোকেট নূরুল ইসলাম খান, সাবেক এমপি ও বিশিষ্ট আইনজীবী (আবদুল্লাহপুর)।
৬) ক্যাপ্টেন সুজাত আলী, সাবেক এমপি ও মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের পালাটোনা প্রশিক্ষন ক্যাম্প প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র প্রতিষ্ঠাতা (গৌরসার)।
৭) আব্দুল আজিজ খান, সাবেক এম, এল, এ ও কুমিল্লা জেলা আ’লীগ’র সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক (বামনিসার/ আজিজনগর)।
৮) এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, ৬৯’র গনআন্দোলনের অন্যতম নেতা, সাবেক উপ-মন্ত্রী ও এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের চেয়ারম্যান এবং কাজ ফোরাম’র সভাপতি (বনকোট)।
৯) এবিএম গোলাম মোস্তফা, সাবেক মন্ত্রী, এমপি ও সচিব এবং বড়শালঘর এ,বি,এম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র প্রতিষ্ঠাতা (বড়শালঘর)।
১০) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষানুরাগী,- রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী কলেজ, দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয় ও দৃষ্টিনন্দিত গুনাইঘর আজগর আলী সাত গম্ভুজ জামে মসজিদ’র প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা (গুনাইঘর)।
১১) রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও (বনকোট)।
১২) এডভোকেট ফেরদৌস আক্তার অহিদা, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (উনঝুটি)।
১৩) আমিনা আহমেদ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র সহধর্মিনী (এলাহাবাদ)।
১৪) দেবীদ্বারের গৃহবধূ সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী মজিবুর রহমান’র স্ত্রী সেলিমা রহমান (কুরছাপ)।
১৫) মুরাদনগর আসনের সংসদ সদস্য ডাঃ ওয়ালী (বড়শালঘর)।
১৬) ভারতের ত্রীপুরার বামুটিয়া- ৩ নির্বাচনী এলাকার বিধান সভার সদস্য শ্রী কৃষ্ণ ধন দাস (দেবীদ্বার)।

এবিএম আতিকুর রহমান বাশার, (রাজনীতিক, সাংবাদিক, লেখক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক)।