গোমস্তাপুর-কানসাট সড়ক থেকে ডাকাত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-কানসাট সড়কের পুষ্কুনি এলাকায় ডাকাতির চেষ্টাকালে ২ জন ব্যক্তিকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার রাতে এলাকাবাসীর সহায়তায় এদের আটক করা হয়।

আটককৃতরা শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকার সোহেল ও একই এলাকার রবিউল ইসলাম। ঘটনা শিবগঞ্জ উপজেলায় হওয়ায় রাতেই গোমস্তাপুর থানা পুলিশ আটক ২ ব্যক্তিকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, রাত ১০টার দিকে শিবগঞ্জের কানসাট ও গোমস্তাপুর সড়কের পুষ্কুনি নামক স্থানে ২ জন ব্যক্তি ডাকাতির চেষ্টা করে। স্থানীয় এলাকাবাসী তা বুঝতে পেরে সোহেল ও রবিউলকে ধাওয়া করে। পরে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে গোমস্তাপুর পুলিশের একটি টিম তাদের আটক করে।

এ ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।