শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় জাল রূপি ও ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
শনিবার রাতে ওই নারীকে উপজেলার রাজারামপুর এলাকায় গ্রেফতারকৃত নারীর বাড়ি থেকে ভারতীয় ৩ লাখ জাল রুপি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত নারী গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামের টিমন আলীর স্ত্রী মনিরা খাতুন (৩২)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রাজারামপুর এলাকায় মনিরার বাড়িতে অভিযান চালায়।এ সময় অভিযান চালিয়ে মাদকব্যাবসায়ীর শোবার ঘর থেকে ৩ লাখ ভারতীয় জাল রুপি এবং ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং মাদক ও জাল টাকা রাখার দায়ে তাকে গ্রেফতার করা হয়।এ আগে তার স্বামী টিমন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।