চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১ ব্যক্তিকে কারা ও অর্থদন্ড প্রদান ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা কেন্দ্রীয় ঈদগাহর পাশের ডিজিটাল গ্রাফিক্স কম্পিউটার দোকানের মালিক সুমনকে ভ্রাম্যমান আদালত কারা ও অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি পৌর এলাকার আজাইপুর মহল্লার মৃত মো. ওমর ফারুকের ছেলে জি এস এম মুর্শেদ সুমন।

জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড, গোয়েন্দা সংস্থা, বিজিবি, সেনাবাহিনীসহ সরকারি বাহিনীসহ বিভিন্ন সংস্থার নকল পরিচয়পত্র তৈরি করে বিক্রি করার অপরাধে সুমনকে দন্ড প্রদান করা হয়।

জানা যায়, গোপন সূত্রে পুলিশসহ প্রশাসনে অভিযোগ আসে নিমতলায় একটি কম্পিউটার গ্রাফিক্স দোকানের মালিক জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয় পত্র নকল করে রমরমা ব্যবসা করছে।

অভিযোগ পাবার পর রোববার রাত সাড়ে ৮ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ ভ্রাম্যমান টিম ঐ দোকানে অভিযান চালায়।

অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সুমনকে ২ মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদন্ডর রায় প্রদান করে।

সুমনের দোকান ঘর থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড, পুলিশ, র‌্যাব, এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে সুমনকে রাতেই কারাগারে পাঠানো হয়।