একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়কে মুক্তিযুদ্ধের পক্ষের বিজয় বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আমিনবাজারে মফিদ ই আম স্কুল অ্যান্ড কলেজে তাকে শুভেচ্ছা জানায় শিক্ষকরা।
তিনি বলেন, সত্তরের নির্বাচনের মত জনগণ এবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের রায় দিয়েছেন।
বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, তারা নির্বাচনে প্রচারণার সুযোগ পেয়েও প্রচারণা চালায়নি।
এবারের নির্বাচনের মাধ্যমে জনগণ এদেশে বিএনপির রাজনীতিকে চিরতরে বিদায় জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

































