জাতীয় অর্থনীতিতে নারীদের অবদানের মধ্যদিয়ে এ দেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে – কাজী রওশন আক্তার, সচিব,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের

Loading

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার বলেছেন,‘নারীদের অংশগ্রহন ছাড়া দেশ উন্নত হতে পারে না। সে ক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকলে চলবে না। জাতীয় অর্থনীতিতে নারীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে । নারীদের বিভিন্ন কর্ম সংস্থানের মাধ্যমে অর্থনৈতিভাবে স্বাবলম্বি হতে হবে । কিশোর-কিশোরীদের পাঠের শিক্ষার পাশাপাশি কিশোর-কিশোরী ক্লাবে কবিতা আবৃত্তি ও সংগিত শিক্ষাসহ নারীর সমতা ও শ্রদ্ধাবোধ অনুশীলন করতে হবে । সমাজে নারী সহিংসতা হ্রাসকল্পে পুরুষের পাশাপাশি নারীদেরও ভুমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশকে উন্নত রাষ্ট্রের মর্যাদায় পৌছাতে হবে। শনিবার দিন ব্যাপী তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা অধিদপ্তরাধীন কিশোর-কিশোরী ক্লাব ও ভিজিডি কার্যক্রম পরিদর্শন কালে তিনি এ কথাগুলো ব্যক্ত করেন । শ্রীপুর ও সব্দালপুর ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন কালে ক্লাবের সদস্যদের কণ্ঠে পরিবেশিত গান ও কবিতা পাঠ শোনেন এবং সন্তোষ প্রকাশ করেন। প্রকল্প পরিদর্শনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা মাহমুদা, শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, শালিখা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ও মহম্মদপুর মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার প্রমুখ।