প্রচ্ছদ অন্যান্য জাতীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে

‘খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথাও ভাবুন’ এই স্লোগানকে সামনে রেখে জেলা পুষ্টি সমন্বয়ক কমিটির আয়োজনে ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেনসিভিল সার্জন ডা. আবু মোঃ খইরুল কবির,জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দেওয়ান মর্শেদ আলম,প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আধুনিক সদর হাসপাতালের আর এম ও ডা.মেহেদী হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র স্বাস্থ্যসেবা অফিসার ডা.অশিষ কুমার সাহা, ডা. সুব্রত কুমার প্রমূখ।