জাবিতে বিভিন্ন ঘটনায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়ন সহ বিভিন্ন ঘটনায় ২ ছাত্রীসহ ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় পৃথক পাঁচ ঘটনায় বহিষ্কারের এসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত ২১ আগস্ট অফিস আদেশ জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পক্ষ থেকে এসব অফিস আদেশের কথা জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রী ও দুই ছাত্রকে লাঞ্ছনার ঘটনায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪৭ ব্যাচের মো. রিজওয়ান রাশেদ সোয়ানকে এক বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা এবং প্রত্নতত্ত্ব বিভাগ ৪৭ ব্যাচের কে. এম. মহিদ হাসানকে ৬ মাসের বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গণিত বিভাগের ৪৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় একই বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী মো. তোজাম্মেল হোসেনের ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কার করা হয়েছে।
২০১৭ সালের ২২ নভেম্বর চারুকলা বিভাগের ছাত্র নির্যাতনের ঘটনায় একই বিভাগ ৪৪ ব্যাচের আশিকুর রহমান ও সৌরভ চক্রবর্তীকে (অর্থো) এক বছরের জন্য বহিষ্কার এবং জাকিয়া সুলতানা দিনা ও ফাহমিদা খানম অদিতিকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ মার্চ এক ব্যক্তিকে শারীরিক নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫ ব্যাচের মো. রায়হান পাটোয়ারী, সরকার ও রাজনীতি বিভাগের মো. আলরাজী, দর্শন বিভাগের মো. মোকাররম হোসেন শিবলু ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মোস্তাক আহমেদ সৈকতকে দুই বছরের জন্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪৪ ব্যাচের সঞ্চয় ঘোষকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারধরের ঘটনায় লোক প্রশাসন বিভাগ ৪৭ ব্যাচের ইয়া রাফিউ শিকদার, মো. মোস্তাফিজুর রহমান, মো. সোহেল রানা, বাংলা বিভাগ ৪৫ ব্যাচের শুভাশিষ ঘোষ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪২ ব্যাচের নেজাম উদ্দিন নিলয়কে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।