জাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) শাখার পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত ২১ মে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় অভি তালুকদারকে ( ইতিহাস,৪২) আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক সরকার ফারহান আখতর সুমি।

ঐ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৩০, জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিষ্ট্রারের দ্বিতীয় তলায় উপাচার্যের কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক অভি তালুকদার ( ইতিহাস, ৪২ তম আবর্তন), সদস্য সচিব রতন বিশ্বাস ( নাটক ও নাট্যতত্ত, ৪২), যুগ্ম আহ্বায়ক লেলিন মাহবুব ( লোকপ্রশাসন, ৪৪) সহ আরও ১৫-২০ জন সদস্য।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে ঐ সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব দেওয়া হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সম্মতি প্রকাশ করেছেন।