ঝালকাঠিতে করণা পরিস্থিতি মার্চ ফর সেনাবাহিনীর টহল, রাস্তাঘাট ফাঁকা

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসন কে সহায়তা করতেবৃহস্পতিবার প্রথমবারের মত ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শরু হয়েছে। সকালে পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস থেকে দুটি গাড়ী করে ঝালকাঠিতে পৌঁছায় সেনাবাহিনীর এ দলটি।

জেলা শহরের বাজার রোড, লঞ্চঘাট, ব্যাকমোড়, কলেজ মোড়, ও সাধনার মোড়, চাঁদকাঠী মোড়সহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে এবং রাজাপুর উপজেলার  সড়কের বিভিন্ন মোড়ে ও সড়কে টহল দেয় সেনা সদস্যরা।

 এদিকে সকাল থেকেই শহরের রাস্তাঘাট প্রায় জনশূণ্য হয়ে পড়ে। নিত্যপ্রয়োজনীয় দোকানপাঠ ছাড়া অন্য সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

 ঝালকাঠি জেলা প্রশাসন জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল ও ধর্মীয় সকল প্রকার সমাবেশ, গণজমায়েত বন্ধ করা, ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী সহযোগিতা করবে।