ঝালকাঠিতে ডিবি পুলিশের হাতে ইয়াবা সহ দুই যুবক আটক

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার বিকেলে ঝালকাঠি পৌরসবার কলেজ খেয়াঘাট থেকে অভিযান চালিয়ে ১২পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, সদর উপজেলা পৌরসভার পূর্ব চাদকাঠি এলাকার নান্নু মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন ইব্রাহিম (প্রেম) ২০, মোঃ সুলতান আহমেদ খান এর ছেলে ইমরান খান (রুবেল) ২৮ দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

গোপন সংবাদের ভিতিত্তে ডিবি পুলিশের ইন্সপেক্টর এনামুল হোসেন, পরিদর্শক মাইন উদ্দিন, এস আই মফিজুররহমান এর নেতৃত্বে একটি টিম ১০/০২/২০২০ইং তারিখ সোমবার বিকেল উপজেলা সদরের পৌরসভার কলেজ খেয়াঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে জহির উদ্দিন ইব্রাহিম (প্রেম) ও ইমরান খান (রুবেল) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২পিস ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র মোঃ জহির উদ্দিন ইব্রাহিম (প্রেম) এখন মাদক ব্যবসার সাথে জড়িত এবং তিনটি মাদক মামলার আসামি।