প্রচ্ছদ অপরাধ ঝালকাঠিতে নির্মানাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে নির্মানাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে নলছিটি উপজেলার নির্মানাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের  মৃত্যুর ঘটনা ঘটেছে। ০৪/১১/২০১৯ইং তারিখ মঙ্গলবার সকালে নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামে  নিমার্ণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে দবিরুল( ২২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

টাওয়ার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল আরাফাত কোম্পানীর ফোরম্যান মোহম্মদ ইসমাইল হোসেন জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য হাড়িখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নিমার্ণের কাজ চলছিল।

 প্রতিদিনের মতো দবিরুলসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের উপরের অংশে কাজ শুরু করে। কাজের সময়  একটি এলোমুনিয়ামের পিলার ফসকে গেলে দবিরুল ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত দবিরুলকে অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থান থেকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।

নিহত শ্রমিক দবিরুল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের পুত্র। ।

এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন পিপিএম  জানান, টাওয়ার থেকে পড়ে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে নলছিটি থানা পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে।