ঝালকাঠিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে তিন দিনব্যাপী অনুসন্ধ্যানী প্রতিবেদনের ওপর প্রশিক্ষণ শুরু
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে তিন দিনব্যাপী অনুসন্ধ্যানী প্রতিবেদনের ওপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
১৮/০১/২০২১ইং তারিখ সোমবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগীতায় সার্কিট হাউজ সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক কর্মচারী ফেডারেশনের মহাসচিব মতিউর রহমান জলিল, নিউইয়র্ক টাইমস এর ষ্টিংগার জুলফিকার আলী মানিক , প্রশিক্ষণ সমন্বয়কারি জিলহাজ উদ্দিন নিপুন , প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আবদুর রশিদ প্রমুখ প্রশিক্ষণে জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আইনজীবী আক্কাস সিকদার।
উদ্বোধন শেষে প্রশিক্ষেণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে ধারণা দেয়া হয়।