ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাষ্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদ সভা
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ষাটপাকিয়া এলাকায় প্রায়ত মুক্তিযোদ্ধার ব্যক্তিগত অর্থায়নে তৈরি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার স্মৃতি বিজোরিত ভাষ্কর্য ভাঙ্গচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ড ও ইউপি আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫/১১/২০১৯ইং তারিখ সোমবার ভৈরবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো:ফিরোজ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি, ঝালকাঠি বাস মালিক সমিতি’র যুগ্ন সাধারন সম্পাদক, ভৈরবপাশা ইউপি আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
এছাড়াও উক্ত প্রতিবাদসভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো:মতিউর রহমান খান, নলছিটি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক।
বক্তারা পুনরায় প্রায়ত মুক্তিযোদ্ধা হাজী মফিজ উদ্দিনের নিজ অর্থায়নে তৈরি করা স্মৃতিস্তম্ভটি পুনরায় স্থাপনে দাবী জানান।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি আ, লীগ সহ-সভাপতি স্বপন কুমার দাশ,সাবেক ইউপি আ,লীগের সাধারন সম্পাদক আইনজীবী মো: সেলিম মাহমুদ খান, যুগ্ন সাধারন সম্পাদক মো:মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, নলছিটি মেম্বারস ফোরামের সাধারন সম্পাদক মো:নুরে ই আলম মানিক, যুবলীগ নেতা সেলিম চৌধুরী প্রমূখ।