ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাষ্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদ সভা

Loading

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ষাটপাকিয়া এলাকায় প্রায়ত মুক্তিযোদ্ধার ব্যক্তিগত অর্থায়নে তৈরি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার স্মৃতি বিজোরিত ভাষ্কর্য ভাঙ্গচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ড ও ইউপি আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫/১১/২০১৯ইং তারিখ সোমবার ভৈরবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো:ফিরোজ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি, ঝালকাঠি বাস মালিক সমিতি’র যুগ্ন সাধারন সম্পাদক, ভৈরবপাশা ইউপি আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।

এছাড়াও উক্ত প্রতিবাদসভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো:মতিউর রহমান খান, নলছিটি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক।

বক্তারা পুনরায় প্রায়ত মুক্তিযোদ্ধা হাজী মফিজ উদ্দিনের নিজ অর্থায়নে তৈরি করা স্মৃতিস্তম্ভটি পুনরায় স্থাপনে দাবী জানান।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি আ, লীগ সহ-সভাপতি স্বপন কুমার দাশ,সাবেক ইউপি আ,লীগের সাধারন সম্পাদক আইনজীবী মো: সেলিম মাহমুদ খান, যুগ্ন সাধারন সম্পাদক মো:মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, নলছিটি মেম্বারস ফোরামের সাধারন সম্পাদক মো:নুরে ই আলম মানিক, যুবলীগ নেতা সেলিম চৌধুরী প্রমূখ।

প্রসংঙ্গত গত ২৩/১১/২০১৯ইং তারিখ দিবাগত রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ষাটপাকিয়া বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত স্তম্ভ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য রাতের অন্ধকারে ভেঙ্গে চুরমার করে পাশের খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা ।

এ ঘটনায় নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাষ দেন।

উক্ত প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ স্থানীয় শত শত জনগন অংশ গ্রহন করেন।