ঝালকাঠিতে সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে আসন্ন মুজিব বর্ষ উপলক্ষে সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সফল বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ঝালকাঠি জেলার সদর উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে ০৯/০১/২০২০ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জির প্রবন্ধ উপস্থাপনা করেন। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার মঈন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।