ঝালকাঠি গরীব জেলেদের মাজে ২০ কেজী চাল ও নগদ অর্থ বিতরণ ।

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে ২৫ জন গরীব জেলেদের মাজে ২০ কেজী চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৫/১০/২০১৯ইং তারিখ মঙ্গলবার বিকালে রোটারী ক্লাব অব ঝালকাঠির আয়োজনে শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মাঠে বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রোটারী ক্লাব অব ঝালকাঠি সভাপতি শামিম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলে সম্প্রদায়ের সভাপতি রফিকুল ইসলাম।

সংগঠনের সভাপতি শামীম আহমেদ জানান, রোটারি ক্লাব অব ঝালকাঠি প্রতিবছর গরীব দুঃস্থদের চাল ও নগদ অর্থ বিতরণ করে আসছে। এবছর পঁচিশ জন গরীব দুস্থকে চাল ও নগদ ৫০০ টাকা করে তুলে দেয়া হয়েছে।

আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।