প্রচ্ছদ অপরাধ টেকনাফে রহস্যজনক যুবকের মৃত-মৃতদেহ উদ্ধার

টেকনাফে রহস্যজনক যুবকের মৃত-মৃতদেহ উদ্ধার

Loading

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধিক ক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার রাসেল নামের এক যুবক কে টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার তার শুশূর বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

পরে নোয়াখালী পাড়া এলাকার হলিউড পাহাড় থেকে রাসেল নামের ঐ যুবককে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

শনিবার (২২ মার্চ) দুপুর ২ ঘটিঘার দিকে মুমুর্ষ অবস্থায় অবস্থায় ওই যুবকে নোয়াখালী পাড়া গহীন পাড়া থেকে উদ্ধার করে নৌবাহিনী। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ঐ যুবকের নাম, মোঃ রাসেল, পিতা আবুল কালাম, গ্রাম কচ্ছপিয়া তার দুই বছরের এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিনের ১২ টার দিকে তাকে তার শুশূর বাড়ি থেকে ৭/৮ জন চিহ্নিত তার এলাকার যুবক তাকে তুলে নিয়ে যায়।

তাদের মধ্যে যাদের পরিচয় সনাক্ত করা হয়েছে তারা হলেন, মোঃ শাকের, পিতা নুরুল ইসলাম,আনোয়ার, পিতা নুরুল ইসলাম, মোঃ তৈয়ুব, পিতা কালা মিয়া, জয়নাল, পিতা জাফর, গফুর মিয়া, পিতা আব্দুর রশিদ, ছেবর মিয়া, পিতা আব্দুর জব্বার, এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি )গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিকভাবে টেকনাফ হাসপাতাল থেকে মরদেহটি সনাক্ত করার পর, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, “সোয়া তিনটার দিকে এক যুবককে নিয়ে আসেন নৌবাহিনী, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। তবে তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।”

টেকনাফ হাসপাতালে সড়ে জমিনে গিয়ে, এ বিষয়ে জানতে চাইলে নৌবাহিনীর এক সদস্যরা বলেন, আমারা পাহাড় থেকে থেকে তাকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।