ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতে দিনব্যাপি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে গবাদি পশু ও পাখি প্রাণীর প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে গবাদি পশু প্রাণী প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। বালিয়াডাঙ্গী প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে এ মেলায় অর্ধশতাধিক স্টল বসে। মেলায় দেশী ও বিদেশী জাতের গবাদি পশু ছাড়াও হাঁস মুরগি সহ নানা জাতের পাখি নিয়ে ষ্টলে অংশ নেয় খামারিরা।
এসময় শ্রেষ্ঠ খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার আমিষের চাহিদা পুরনের পাশাপাশি বাণিজ্যিক প্রসার ঘটাতে প্রদর্শনী মেলার মাধ্যমে খামারিদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাসিরুল ইসলাম জানান,সাধারণ মানুষ গবাদি পশু পালনে বিভিন্নি প্রযুক্তি সমন্ধে জানতে পারবে, বেকার যুবকদের কর্মসংস্থান বাড়বে।নিরাপদ প্রাণীজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরনে ভূমিকা রাখবে। এ থেকে খামারিরা উদ্ভুদ্ধ হবেন এবং খামারের প্রসার ঘটবে।
প্রাণী প্রদর্শনী উদ্বোধনী মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম, ভেটেনারী সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ামুল শাহাদাত, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, উপজেলা নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ প্রাণী সস্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।