ঠাকুরগাঁওয়ের গড়েয়া কেন্দ্রীয় কবর স্থানের সীমানা প্রাচীর নির্মান কাজের “শুভ উদ্বোধন”

Loading

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের কেন্দ্রীয় “গোরস্থানের সীমানা প্রাচীর এর কাজের শুভ উদ্বোধন” করা হয়েছে।

অনুষ্ঠানে নয়া গড়েয়া হাট কবর স্থানের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, সাদেক কুরাইশী সীমানা প্রাচীর কাজের শুভ উদ্বোধন করেন । প্রধান অতিথি সাদেক কুরাইশী বলেন, গড়েয়া হাটের কেন্দ্রীয় “গোরস্থানের সীমানা প্রাচীর এর কাজ করা আমাদের নির্বাচনী ওয়াদা ছিলো যা আমরা আজকে পূরণ করতে পেরেছি, আশাকরি আওয়ামী লীগ সরকারের আমলেই আমাদের দেওয়া প্রতিটি ওয়াদা পূরণ করতে সক্ষম হবো ।

তবে এ ধরনের কাজে একক সরকারের উপর নির্ভর করলে চলবে না। সরকারের পাশাপাশি আপনাদের কেউ সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে । এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও গড়েয়া এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং গড়েয়া হাট ইজারাদার জনাব মারুফ হোসেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস আলী , ১৩ নং গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ) ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রুহুল ইসলাম শাহ প্রমুখ ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন,মোঃ আবু সাঈদ ও সঞ্চালনা করেন মাসুদ রানা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে গড়েয়া এলাকার সকল ধর্মপ্রান মুসলমান গণ উপস্থিত ছিলেন ।