ঠাকুরগাঁওয়ে অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবকের কারাদণ্ড !
রেজাউল ইসলাম মাসুদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে “ইউনিয়ন পরিষদ হিসাব সহকারি-কাম কম্পিউটার অপারেটর” পদের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছে দুই যুবক। এদের একজনের ১ মাস ও আরেকজনের ৫ দিনের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ সাজা প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলা থেকে আগত মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (২৯)।সে পরীক্ষার্থীর রোল-৮১, নামঃ মোঃ রেজাউল করিম পিতা- মোঃ আতাব উদ্দিন, গ্রাম-কহরপাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও এর পরিবর্তে প্রক্সি দিচ্ছিলো। তাকে এক মাসের বিনাশ্রম প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।অন্যজন হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে লিটন চন্দ্র রায়। সে পরীক্ষার্থীর রোল-৬৬৯, নাম: মো: আব্দুস সবুর, পিতা- মো: কাসিরু, গ্রাম-আরাজি সরলিয়া, থানা: বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও এর প্রক্সি দিচ্ছিলেন। তাকে ভ্রাম্যমাণ আদালত ৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
ভূয়া পরীক্ষার্থীর সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।