ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত গরু ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিতরন করা হয়। রোববার সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে গরু বিতরন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ জন ব্যক্তির মাঝে এ গরু বিতরন করা হয়। সুবিধাভোগীরা হলেন, বাবু লাল তির্গা, উপসি রানী,ধোপাই মুরমু, হৃদা কিসকু, কপাল হাসদা, ভুটু মুরমু, বাবুল মুরমু।
এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত সাহায্যের চেক বিতরন করা হয়। ওই দিন সদর উপজেলা পরিষদে ৬ আদিবাসীদের মাঝে সাহায্যের চেক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
সুবিধাভোগীরা হলেন, রেংটা হাজদা, সিতা হাজদা, জগেশ্বর হাজদাকে প্রত্যেককে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মৌসুমি হাজদাকে ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও স্বপ্না হাজদাকে ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

































