হুমায়ুন কবির ,ঠাকুরগাঁও (প্রতিনিধি)ঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামে হিজড়া জনগোষ্ঠিদের জীবনমান উন্নয়নে নির্মিত গুচ্ছগ্রাম উত্তরণের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান সেলিম। এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান সেলিম অন্যান্যদের মধ্যে বক্তব্যরাখেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) বহ্নি শিখা আশা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রকল্প কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, সদর থানার ওসি (অপারেশন) গোলাম মর্তুজা নওগা ইউপি চেয়ারম্যান পয়গাম আলী হিজড়া জনগোষ্ঠীর নেতা নাদিবা প্রমুখ।
উল্লেখ যে, ০.৯২ একর জমিতে ৩০ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে ২০টি হিজড়া পরিবারকে গুচ্ছগ্রামের মাধ্যমে পূণর্বাসন করা হয়। পরে আরও ৪০ জন হিজড়ার বাসস্থান করে দেওয়া হবে বলে জানা যায়।
এছাড়াও তাদের দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহের জন্য পুকুর প্রদান পার্লার স্থাপন গবাদিপশু, পালনসহ নানা কর্মসূচি সদর উপজেলা প্রশাসন হাতে নিয়েছে।