প্রচ্ছদ অন্যান্য জাতীয় ডাকসু- নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে ঢাবিতে ছাত্রদলের...

ডাকসু- নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে ঢাবিতে ছাত্রদলের মিছিল ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে ছাত্রদল।

বিক্ষোভ মিছিল শুরুর আগে ডাকসুতে ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের সময় তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালন করেননি। ফলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং একইসঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।