প্রচ্ছদ  অন্যান্য  জাতীয়  ডেংগু আক্রান্ত আলোচিত পথশিশু নাহিদ এখন সম্পূর্ণ সুস্থ; খুঁজে পেল হারানো পরিবারকেও।
            
            
 ডেংগু আক্রান্ত এই পথশিশুর খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন শাহীন নামে মিরপুরের এক বাসিন্দা। নাহিদের সুচিকিৎসার কথা বিবেচনা করে তাকে বেসরকারী হাসপাতাল আল-হেলালে ভর্তি করেন মোহাম্মদ শাহীন। পরিবার পরিচয়হীন এই শিশুটির সুচিকিসা নিশ্চিতে এগিয়ে আসেন হাসপাতাল কর্তৃপক্ষও। বিনা পয়সায় প্রায় ৩ সপ্তাহ চিকিৎসা দেয়ার পর সম্পূর্ণ সুস্থ হয় নাহিদ।
ডেংগু আক্রান্ত এই পথশিশুর খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন শাহীন নামে মিরপুরের এক বাসিন্দা। নাহিদের সুচিকিৎসার কথা বিবেচনা করে তাকে বেসরকারী হাসপাতাল আল-হেলালে ভর্তি করেন মোহাম্মদ শাহীন। পরিবার পরিচয়হীন এই শিশুটির সুচিকিসা নিশ্চিতে এগিয়ে আসেন হাসপাতাল কর্তৃপক্ষও। বিনা পয়সায় প্রায় ৩ সপ্তাহ চিকিৎসা দেয়ার পর সম্পূর্ণ সুস্থ হয় নাহিদ।  ইতোমধ্যে এই পথশিশুকে নিয়ে সময় টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানুষের মুখে নাহিদকে নিয়ে প্রচারিত সংবাদের কথা শুনতে পেরে নাহিদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার শরালকী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন নাহিদের নানী। ঢাকায় পৌঁছানোর পর হাসপাতালের নাম-ঠিকানা না জানার কারণে পথে পথে ঘুরতে হয় তাকে। অবশেষে হাসপাতালের ঠিকানা পেয়ে ছুটে যান এবং দেখা পান আদরের নাতি নাহিদের।
ইতোমধ্যে এই পথশিশুকে নিয়ে সময় টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানুষের মুখে নাহিদকে নিয়ে প্রচারিত সংবাদের কথা শুনতে পেরে নাহিদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার শরালকী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন নাহিদের নানী। ঢাকায় পৌঁছানোর পর হাসপাতালের নাম-ঠিকানা না জানার কারণে পথে পথে ঘুরতে হয় তাকে। অবশেষে হাসপাতালের ঠিকানা পেয়ে ছুটে যান এবং দেখা পান আদরের নাতি নাহিদের।  নাহিদ তার হারানো স্বজনকে (নানি) খুঁজে পাওয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তরে “পাথওয়ে” নামক বেসরকারী একটি উন্নয়নমূলক সংস্থা এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মুহিববের উপস্থিতিতে পথশিশু নাহিদকে তার খুঁজে পাওয়া স্বজনের কাছে তুলে হস্তান্তর করা হয়।
নাহিদ তার হারানো স্বজনকে (নানি) খুঁজে পাওয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তরে “পাথওয়ে” নামক বেসরকারী একটি উন্নয়নমূলক সংস্থা এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মুহিববের উপস্থিতিতে পথশিশু নাহিদকে তার খুঁজে পাওয়া স্বজনের কাছে তুলে হস্তান্তর করা হয়।