ঢাকায় করোনায় ওয়াশিংটন আওয়ামীলীগ নেতার মৃত্যু।

Loading

নিজস্ব প্রতিবেদক ঃ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিয়াউদ্দীন খান। তিনি দেশটির রাজধানী ওয়াশিংটন মেট্রো আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন।

ওয়াশিংটনের ভার্জিনিয়ায় বসবাসরত মরহুমের ছেলে জালাল খান জানিয়েছেন গত ৪ঠা জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন অধ্যাপক জিয়াউদ্দীন খান। গেল ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বেড়াতে আসেন তিনি।

এক পর্যায়ে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে পারেননি তিনি। পরে জুনের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়লে করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে ৭৬ বছর বয়সী আওয়ামীলীগ নেতার।

মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকার বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার সন্তান। ওয়াশিংটন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা মনে করছেন, বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রবাসে যেমন অভিভাবকহীন হয়ে গেল আওয়ামীলীগ তেমনি দেশও হারালো একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে।