ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে ।

Loading

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রোগীদের ঢাকা মেডিকেলসহ অন্যত্র হাসপাতালে পাঠানো হচ্ছে। এদের আইসিউতে থাকা ১০ জন রোগীকে ওই হাসপাতালের অন্য স্থানসহ স্থানান্তর করা হয়েছে।

আগুনের ঘটনায় রোগীর স্বজনরা রোগীদের নিরাপদে সরিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়েন। ডাক্তার ও নার্সরা অপেক্ষাকৃত বেশি অসুস্থ রোগীদের বাইরে বেরিয়ে আসতে সাহায্য করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া।

আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।